২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে ক্রীড়াবিষয়ক নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠলেও ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, তারা এ ধরনের কোনো পদক্ষেপ সফল হতে দেবে না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।’ জাতিসংঘের তদন্ত কমিশন সম্প্রতি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করার পর থেকেই ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার ভেতরে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে। খবরে বলা হয়েছে, উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্য নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, রাশিয়ার ক্ষেত্রে যেমন কঠোর পদক্ষেপ...