২০০৭ সালে প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর ব্লেয়ার কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হিসেবে কাজ করেছেন। তার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিরাষ্ট্র সমাধানের উপযোগী পরিবেশ তৈরি করা।এই আলোচনা সামনে এসেছে এমন এক সময়ে, যখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি দুই রাষ্ট্রভিত্তিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভবিষ্যতে গাজার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং সংগঠনটিকে নিরস্ত্র হতে হবে।এদিকে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর ফ্রান্স ও ডেনমার্কসহ আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেয়। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এবং একে হামাসকে পুরস্কৃত করার শামিল বলে উল্লেখ করেছে।গাজার স্বাস্থ্য...