গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রশাসনের নেতৃত্বে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে রাখার প্রস্তাব উঠে এসেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে সম্পৃক্ত করার জন্য ব্যাপক আলোচনায় আসা ব্লেয়ার বর্তমানে গাজা সংকট সমাধান ও যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করছেন। চলতি সপ্তাহে জাতিসংঘে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব নেতাদের মধ্যে। বৈঠকে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী সময়ে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা রয়েছে। এই প্রশাসনকে জাতিসংঘ সমর্থন দেবে এবং আরবদেশগুলো সহযোগিতা করবে। গাজার শাসনব্যবস্থা পুনর্গঠনের পর ধীরে ধীরে এই প্রশাসনের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একটি প্রস্তাবে টনি ব্লেয়ারকে এই অন্তর্বর্তী প্রশাসনের...