নিউইয়র্কের ব্রংক্সের নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘সাজুফতা চায়ের আড্ডা’। সব্যসাচী কবি জুলি রহমানের পরিচালনায় আসর ছিল বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে এক বিশেষ সাহিত্যিক মিলনমেলা। অনুষ্ঠানে কবি জুলি রহমানের রচিত নজরুল-স্মরণে গীতিকাব্য পাঠ করে আবেগ ছড়িয়ে দেন। পাশাপাশি ব্রংক্সের অসংখ্য কবি, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা অংশ নিয়ে একে একে পরিবেশন করেন নজরুলের অমর গান, কবিতা ও আলোচনাপর্ব। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রেজা আব্দুল্লাহ, যিনি পুরো আসরকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। কবিতা পাঠ করেন, ছন্দা বিনতে সুলতান, সুধাংশু কুমার মন্ডল, ননী মল্লিক, বিজয় সাহা, তাহের চৌধুরী, মনিকা মন্ডল, নাসির উদ্দিন প্রমুখ। মনিকা মন্ডলের বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণ বিশেষভাবে সবার দৃষ্টি কাড়ে। লিয়াকত আলী আবৃত্তি করেন নজরুলের কালজয়ী কবিতা বিদ্রোহী। এছাড়া লেখিকা আম্বিয়া অন্তরা নজরুলের জীবনভিত্তিক...