এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে গতকাল শুক্রবার নাটকীয় ঘটনার সাক্ষী হয়েছে দুবাই। ভারতের ২০২ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে সমান ২০২ রানে। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শ্রীলঙ্কাকে মাত্র ২ রানে আটকে দিয়ে সুপার ওভারের প্রথম বলে ম্যাচ জিতে নেয় ভারত। সুপার ওভারে ম্যাচটা একপাক্ষিক হলেও আলোচনার জন্ম দিয়েছে রান আউট হয়েও দাসুন শানাকাকে নটআউট ঘোষণা। আলোচিত ঘটনাটি ঘটে সুপার ওভারের চতুর্থ বলে। আর্শদীপ সিংয়ের ইয়র্কার ডেলিভারিটি খেলতে ব্যর্থ হন শানাকা। বল যায় উইকেটের পেছনে সাঞ্জু স্যামসনের হাতে। ক্যাচ আউটের জন্য আবেদন করেন আর্শদীপ। ওদিকে শানাকা দৌড়ে রান নেওয়ার চেষ্টা করলে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন স্যামসন। টিভি রিপ্লেতেও দেখা গেছে, স্টাম্প ভাঙার সময় নির্ধারিত ব্যাটিং লাইনের বাইরে ছিলেন শানাকা। কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও মাঠ আম্পায়ার শুরুতে...