সবার মনেই কিছু চিন্তা ঘুরপাক করে। কিছু কথা অন্য কাউকে বলে মন হালকা করেন অনেকেই। আবার কেউ কেউ মনেই চেপে যান। পুরুষদের মনেও অনেক কথা জমা থাকতে পারে। আপনি যত কাছের মানুষই হোন না কেন, কিছু কথা আপনাকে কখনোই বলবে না। তারা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশছেন। তাই তাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। জটিল বিষয় নিয়ে আলোচনা করলেও কিছু বিষয় নারীদের না বলাটাই শ্রেয় মনে করেন। কী সেই বিষয়গুলো চলুন জেনে নিই। এ বিষয়ে জানাচ্ছেন অভিজ্ঞজনরা। লজ্জা বা হারের বিষয়জীবনে হেরে যাওয়ার কথা কেউ মনে রাখতে চান না। এ ক্ষেত্রে পুরুষরা নিজের হারের কথা বলতে চান না। মনে মনে ভাবেন-এটা বলা মানে তার কাছে ছোট হয়ে যাওয়া। অন্য কোনো নারীকে পছন্দ হলেমনের ওপর ভরসা নেই। হুটহাট যে কাউকে ভলো লেগে...