গত জুনে এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলে মালয়েশিয়া। ওই ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড়কে খেলাতে ফিফার কাছে আবেদন করেছিল মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম)। সেই আবেদনে ভুয়া তথ্য ও জালিয়াতির আশ্রয় নিয়েছিল এফএএম- এমন অভিযোগ তুলেছে ফিফার শৃঙ্খলা কমিটি। এ ঘটনায় ফিফার ডিসিপ্লিনারি কোডের ২২ ধারা ভঙ্গ করায় মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ও অভিযুক্ত সাত খেলোয়াড়কে শাস্তি দিয়েছে ফিফা। অভিযুক্ত ফুটবলাররা হলেন গাব্রিয়েল ফেলিপে আরোচা, ফাকুন্দো তমাস গার্সেস, রদ্রিগো হুলিয়ান হোলগাদো, ইমোনাল হাভিয়ের মাচুচা, হোয়াও ভিতোর ব্রান্দাও ফিগেইরেদো, জন ইরাসাবাল ইরাউরগি এবং হেক্তর আলেহান্দ্রো হেভেল সেরানো। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, জাল নথি ব্যবহার করে ওই খেলোয়াড়দের মাঠে নামানোর অনুমতি নিয়েছিল মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশিন। ওই ম্যাচে ৪-০ ব্যবধানে জেতে মালয়েশিয়া। ম্যাচের পর ফিফার কাছে অভিযোগ যায়, সাউথ আমেরিকায় জন্ম নেওয়া ওই সাত...