তুরস্ক আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ২০২৬ বিশ্বকাপের আগে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসিওসমানোগলু আন্তর্জাতিক ফুটবল কর্তাদের কাছে চিঠি পাঠিয়ে বলেন, “এখনই সময় ফিফা ও উয়েফার পদক্ষেপ নেওয়ার।” খবর আল জাজিরার। ইব্রাহিম হাসিওসমানোগলু বলেন, “যারা নিজেদের শান্তি ও মানবিক মূল্যবোধের রক্ষক দাবি করেন, সেই ফুটবল প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরে নীরব রয়েছে। গাজায় ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ড নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।” এদিকে উয়েফা ইসরায়েলকে স্থগিত করার বিষয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে। ২০ সদস্যের উয়েফা নির্বাহী কমিটি ভোটে গেলে ইসরায়েলকে বাদ দেওয়ার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে উয়েফা ও ফিফা থেকে বহিষ্কার...