নিজস্ব প্রতিবেদক : বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ বাংলাদেশ থেকেই হজে যেতে হবে— তারা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকে সরাসরি হজ পালনের সুযোগ নেই। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়,“কোনও দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ব্যতীত অন্য দেশ থেকে সৌদি আরবে হজ পালনে যেতে পারবেন না। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত নির্দেশনার ১৪ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে।” চিঠিতে বলা হয়েছে, কিছু হজ এজেন্সি বিদেশে থাকা বাংলাদেশিদের সেই দেশ থেকেই সৌদিতে পাঠানোর চেষ্টা করছে, যা হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি করছে। যেমন: নুসুক মাসার সিস্টেমে ফ্লাইট ও আগমনপূর্ব তথ্য (Pre-arrival data) আপলোড করা যাচ্ছে না স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান (মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা)...