আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক পদে নির্বাচিত হলে শুধু কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান। আসিফ বলেন, “কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই প্রচুর ক্রিকেট প্রতিভা আছে। প্রতিটি জেলায় নতুন ক্রিকেটার গড়ে তোলার সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলায় আলাদা উদ্যোগ নিলে ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব।” তিনি জানান, শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। নির্বাচনী রাজনীতিতে আগ্রহ কম থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধেই তিনি এগিয়ে এসেছেন। আসিফ বলেন, “ক্রিকেট আমার আবেগ, আমার ভালোবাসা। আমি নিজে খেলেছি, তাই খেলাটার প্রতি টান...