নিউইয়র্কের রাস্তায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ায় এবং মার্কিন সৈন্যদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আরো পড়ুন:সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলা ‘স্বৈরাচারী কাজ’: কলম্বিয়ার প্রেসিডেন্টট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলা ‘স্বৈরাচারী কাজ’: কলম্বিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।” শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থি এক সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, “আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার জন্য অনুরোধ করছি।...