বায়ার্ন মিউনিখের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। বুন্দেসলিগায় ওয়েডার ব্রেমেনের বিপক্ষে দ্বিতীয় গোলের মাধ্যমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এ সেঞ্চুরির মাধ্যমে ইউরোপীয়ান ফুটবল অনন্য এক রেকর্ড গড়েছেন ৩২ বর্ষী কেন, যেখানে নেই গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ড বা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কেন ১০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন ১০৪ ম্যাচে। এটা ইউরোপীয়ান ক্লাব ফুটবলে এ শতকের মধ্যে দ্রুততম ১০০ গোলের রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো খেলোয়াড়ের এমন রেকর্ড নেই। ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন এবং ক্লাবটিতে ১০০ গোল করা ১৯তম খেলোয়াড় তিনি। ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড ১০০ গোল করতে সময় নিয়েছেন ১০৫ ম্যাচ। এছাড়া পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোল করতে সময় নিয়েছিলেন ১০৫ ম্যাচ। নিজের রেকর্ড নিয়ে...