২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। কয়েক মাসের বিমান ও স্থল হামলার ফলে গাজা মূলত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে তীব্র মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে উপত্যকার বাসিন্দাদের।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা শুক্রবার জানায় ইসরায়েলের চলমান অবরোধের ফলে সরবরাহের অভাবের কারণে গত ২৪ ঘণ্টায় গাজার প্রতি তিনজন শিশুর মধ্যে একজন খাবার পাচ্ছে না।এর আগে গত ২২ আগস্ট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গ্লোবাল ইনিশিয়েটিভ গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণা করে এবং সতর্ক করে দেয় যে সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দেইর আল-বালাহ এবং খান ইউনিসে ছড়িয়ে পড়বে।সূত্র: আনাদোলুনিউজজি/এস আর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা শুক্রবার জানায় ইসরায়েলের চলমান অবরোধের ফলে সরবরাহের অভাবের কারণে গত ২৪ ঘণ্টায় গাজার প্রতি তিনজন শিশুর...