স্পোর্টস ডেস্ক: ব্যাটার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরির পরও এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচেও হার এড়াতে পারল না শ্রীলংকা। ভারতের কাছে সুপার ওভারে হেরেছে লংকানরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ম্যাচ টাই করে শ্রীলংকা। এরপর সুপার ওভারে ২ রান করে শ্রীলংকা। জবাবে প্রথম বলে ৩ রান নিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। এই জয়ে সুপার ফোরে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলতে নামবে ভারত। অন্যদিকে, সুপার ফোরে সবগুলো ম্যাচই হারল শ্রীলংকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল খেলবে পাকিস্তান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ। আগামীকাল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে টুর্নামেন্টের...