এককালে যেখানে রাত জেগে আলোকিত হত গ্রন্থাগার, যেখানে তারার নিচে বসে পণ্ডিতেরা জ্যোতির্বিজ্ঞানের জটিল সমীকরণ কষতেন, আজ সেখানে পর্যটকের পদচারণা, আর বাতাসে ভেসে আসে অতীতের হাহাকার। আন্দালুস হারানো মানে শুধু একটি ভৌগোলিক অধ্যায় হারানো নয়, এটি ছিল মুসলিম উম্মাহর সেই হৃদয়ভঙ্গ, যার প্রতিধ্বনি আজও আমাদের ইতিহাসে শোনা যায়। ৭১১ খ্রিস্টাব্দে যখন তারিক ইবনে জিয়াদের বাহিনী জাবাল তারিক (জিব্রাল্টার) প্রণালী অতিক্রম করে আইবেরীয় উপদ্বীপে প্রবেশ করে, তখন ইউরোপ নিমজ্জিত ছিল অন্ধকারে। অজ্ঞতা, নিরক্ষরতা, দমন আর ধর্মীয় গোঁড়ামি ইউরোপকে শৃঙ্খলিত করেছিল। অথচ সেই মুহূর্তে মুসলিমরা কেবল তলোয়ার নিয়ে প্রবেশ করেনি, বরং সঙ্গে এনেছিল নতুন এক সভ্যতার দ্যুতি, ন্যায়বোধ, বিজ্ঞান, শিল্প ও মানবিকতার আলো। আন্দালুস দ্রুত হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এক নগরসভ্যতা। কর্ডোবা শহরে তখন জ্বলছিল তিন লাখ প্রদীপ, যখন লন্ডনের পথে...