বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভাবনা নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা- ১২ আসনের অধীন কুনিপাড়ায় এলাকার মুরুব্বি ও এলাকাবাসীর সঙ্গে এই মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন তিনি।সভায় সাইফুল আলম নীরব বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে এবং দেশের যেকোনো ক্রান্তিকালে বিএনপির প্রতিটি নেতাকর্মী পাশে থাকবে।তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে আমাদের কাছ থেকে যেসব সম্পত্তি আওয়ামী ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছিল, সেসব সম্পত্তি চাইতে গেলে আজ আমরা চাঁদাবাজ। যারা এসব কথা বলে, তারা দেশের ভালো চায় না।এবি পার্টি...