মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন? এ প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতি তার প্রকাশ্য সমর্থন এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে নোবেল জেতার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ট্রাম্পের না পাওয়ার মতো কারণের তালিকা দীর্ঘ। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করা, বৈশ্বিক বাণিজ্যে শুল্কযুদ্ধ সৃষ্টি এবং শান্তির মূলনীতির পরিপন্থি নানা পদক্ষেপই তার বিরুদ্ধে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও শুরু থেকেই সরাসরি কিংবা ইঙ্গিতে ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছেন। এমনকি তিনি দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে অন্তত সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন।আরও পড়ুনআরও পড়ুনগাজাগামী ‘গ্লোবাল সুমুদ’ বহরে ফের সামরিক বিমানের নজরদারি প্রতিবছর সংসদ সদস্য, অধ্যাপক, বিজ্ঞানী, পূর্ববর্তী নোবেল বিজয়ীসহ যোগ্য ব্যক্তিরা শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দেন।...