ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪২ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন ৬৫ হাজার ৫৪৯ জন, আর আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন। বিবৃতিতে বলা হয়, “ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ চাপা পড়ে আছে। জরুরি কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না।” এছাড়া, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষদের...