২০৩০ সালে বিদায় নেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এবং নতুন যুগের সূচনা করবে বাণিজ্যিক মহাকাশ স্টেশন। ২০০০ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত অবিরামভাবে সাত দিন ২৪ ঘণ্টা পৃথিবীর নিম্ন কক্ষপথে মানুষের উপস্থিতির ধারা ধরে রেখেছে নাসা ও সংস্থাটির আন্তর্জাতিক অংশীদাররা, যেখানে সব সময় অন্তত একজন হলেও মার্কিন নভোচারী রয়েছেন। তাদের এ অব্যাহত যাত্রা খুব শিগগিরই ২৫ বছর পূর্ণ করবে। মহাকাশ অভিযানের ইতিহাসে হয়ত মানবজাতির অন্যতম অসাধারণ সাফল্য আইএসএস, যা যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, জাপান ও রাশিয়ার মধ্যে মহাকাশে সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু সব ভালো জিনিসেরই শেষ থাকে। ২০৩০ সালে আইএসএসকে কক্ষপথ থেকে নামিয়ে প্রশান্ত মহাসাগরের দূরবর্তী ও নির্জন এক স্থানে ফেলা হবে, যেখানে এর ফলে মানুষ বা বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হবে না। এ প্রক্রিয়াটিকে বলে ‘ডিঅরবিট’ বা কক্ষপথ থেকে...