ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতি নিয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে না দেখে প্রশাসন মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ অভিযোগ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে দেওয়া বিবৃতিতে ১১টি সুনির্দিষ্ট অভিযোগকে ‘অসার ও অনির্দিষ্ট’ বলা হয়, অথচ প্রার্থীরা নির্দিষ্ট হল ও বুথের সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করেছিলেন। ছাত্রদল আরও জানায়, ভোটার তালিকা, ভোটার উপস্থিতি ও ব্যালট পেপার ছাপার বিষয়েও যে প্রশ্ন উঠেছে, তা তদন্ত না করেই প্রশাসন দায় এড়াতে চাইছে।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নীলক্ষেতেই ব্যালট পেপার ছাপানোর প্রমাণ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তা অস্বীকার করেছে। তারা বলেন, যথানিয়মে আবেদন...