২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সাইবার হামলার মাধ্যমে ১৮টি নার্সারি স্কুলের ৮ হাজারেরও বেশি শিশুর ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে রেডিয়েন্ট নামের একটি হ্যাকার গ্রুপ। এই ঘটনা লন্ডনের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। গত কয়েক সপ্তাহে লন্ডনের কিডো ইন্টারন্যাশনাল পরিচালিত ১৮টি নার্সারি স্কুল এবং ডে কেয়ার সেন্টারের নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ ঘটেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটিকে অর্থ দিতে বলেছে। তারা জানান, চাহিদা পূরণ না হলে ধাপে ধাপে আরও শিশু এবং স্টাফদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করবে। হামলার উদ্দেশ্য মূলত আর্থিক লাভ অর্জন। রেডিয়েন্ট হ্যাকার গ্রুপ প্রথমে প্রমাণ হিসেবে ১০ জন শিশুর নাম, ছবি, বাড়ি ঠিকানা ও পরিবার বিষয়ক তথ্য ডার্ক ওয়েব পোর্টালে প্রকাশ করেছে। তারা এক...