একটি পেনড্রাইভের ভেতরে কিছু তথ্য প্রমাণ ঘিরে জীবন-মৃত্যুর খেলায় জড়িয়ে পড়া এক তরুণীর গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম 'দাবাঘর'। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি; 'দাবাঘর' নির্মাণ করেছেন সৈয়দ সাহিল। চিত্রনাট্যে দেখানো হয়েছে, প্রভাবশালী এক ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য ও প্রমাণ। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। যেন এক দাবা খেলায় পরিণত হয় ওই তরুণীর। যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতিবাজদের এক নির্মম জগৎ। বিজ্ঞপ্তিতে সিনেমাটি নিয়ে সাহিল বলেন, "অনেক বছর ধরে দুর্নীতির মাধ্যমে বিপুল...