ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে যোগ দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর ভিসা বাতিল করা হবে। তার বিরুদ্ধে বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পররাষ্ট্র দপ্তর এক পোস্টে জানায়, শুক্রবার সকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সিটির একটি রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করার আহ্বান জানিয়েছেন এবং সহিংসতা উস্কে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, যদিও পেট্রোর কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে— তিনি জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। ঘটনাটি ঘটেছে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের চতুর্থ দিনে। একটি ভিডিও ক্লিপে পেট্রোকে বলতে শোনা যায় যে, তার দেশ বিশ্বের মুক্তির জন্য সেনাবাহিনী প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘে একটি...