২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান জিল পিন্টো জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের ওপর একটি “অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি” তৈরি করেছে। তিনি সতর্ক করেন, মার্কিন হুমকির লক্ষ্য ভেনেজুয়েলার অপরিমেয় তেল ও গ্যাস সম্পদ দখল করা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পিন্টো বলেন, তার দেশ কৃতজ্ঞ তাদের প্রতি যারা ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকায় যুদ্ধ আনার এই চেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তিনি অভিযোগ করেন, মার্কিন হুমকির আড়ালে রয়েছে বহু-বিলিয়ন ডলারের সামরিক পরিকল্পনা এবং “ভয়ংকর, অপদার্থ ও অনৈতিক” প্রচারণা। তিনি আরও বলেন, ওয়াশিংটন “অপদার্থ ও পচা মিথ্যা ব্যবহার করে” সামরিক হুমকিকে বৈধ দেখানোর চেষ্টা করছে। সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা ভেনেজুয়েলায় মাদক চোরাচালানকারীদের লক্ষ্য করে...