একের পর এক দুঃসংবাদ আসছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফরোয়ার্ড রাফিনহা দিয়াজ ও গোলরক্ষক জোয়ান গার্সিয়া চোটে পড়েছেন। তাদের এ চোটে দীর্ঘ সময় দলের বাইরে থাকতে হবে। তবে দলটির জন্য একমাত্র সুসংবাদ লামিন ইয়ামালের দলে ফেরার ঘোষণা। পরবর্তী ম্যাচে দলে ফিরছেন তিনি। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফিনহা। এ চোটের জন্য প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ তারকাকে। এ তালিকায় যুক্ত হয়েছে দলটির গোলকিপার জোয়ান গার্সিয়ার নামও। হাটুর চোটের কারণে তাকেও প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। গত সপ্তাহের প্রথম দিকে চোটের কারণে প্রায় পাঁচ মাসের জন্য ছিঁটকে গেছেন বার্সার মিডফিল্ডার গ্যাভি। এছাড়া ফেরমিন লোপেজও চোটের মধ্যে আছেন। পেশীর চোটের কারণে তিনিও তিন সপ্তাহ খেলতে পারবেন না। চোটে পড়া এ সকল খেলোয়াড়...