সৌদি প্রো লিগে আবারও একই ম্যাচে দেখা গেল দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে। জেদ্দায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচের আগে দুই তারকার উষ্ণ অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত সমর্থকদের ফিরয়ে নিয়ে গেল সোনালী অতীতে। প্রায় এক দশক ধরে রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলা এই দুই কিংবদন্তি ম্যাচ শুরুর আগে করমর্দন করেন এবং কিছু সময় হাসিমুখে কথা বলেন। ভিন্ন ক্লাবের হয়ে খেললেও মাঠের বাইরে সম্পর্কটি যে অটুট, সেটিই প্রমাণ করলেন রোনালদো-বেনজেমা জুটি। ম্যাচে দারুণ ফর্মে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলেই আল নাসর ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আল নাসর। মাঝমাঠে দাপট দেখিয়ে একাধিক সুযোগ তৈরি করে। রোনালদোর ধারালো ফিনিশিং আবারও প্রমাণ...