নিজস্ব প্রতিবেদক : এক ডিজিটাল ক্রিয়েটরকে অনলাইনে হয়রানির অভিযোগে ভারতের গুরগাঁওয়ে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি পিসিআর (পুলিশ কন্ট্রোল রুম) ডিউটির সময় এক নারীর গাড়ির নম্বর ব্যবহার করে তার ব্যক্তিগত তথ্য খুঁজে বের করেন এবং ইনস্টাগ্রামে তাকে বার্তা পাঠান। ঘটনা ঘটে ১৪ সেপ্টেম্বর, গুরগাঁওয়ের আরডি সিটি এলাকায়। কনস্টেবল কর্তব্যরত অবস্থায় একটি সাদা টাটা পাঞ্চ গাড়িতে থাকা ওই নারীকে দেখে আকৃষ্ট হন। এরপর সরকারি তথ্যভাণ্ডার ব্যবহার করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তিনি নারীটির নাম ও সামাজিক মাধ্যমের প্রোফাইল খুঁজে বের করেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি মন্তব্য করেন:“১৫ মিনিট আগে আপনি কি আরডি সিটি গেট ৩ থেকে বেরিয়ে সেক্টর ৪৫-এ প্রবেশ করেছেন টাটা পাঞ্চ গাড়িতে?” প্রথমে নারীটি বিষয়টিকে কৌতুক ভেবেছিলেন, তবে পরে সন্দেহ হলে কনস্টেবলের পরিচয় জানতে...