এশিয়া কাপের সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করা ভারতকে এদিন বাড়তি সতর্ক থাকতে হয়েছে চোট নিয়ে। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন ভারতের দুই বড় তারকা অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। তাদের চোট নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিলেও ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল ম্যাচ শেষে জানিয়েছেন, বড় কোনো সমস্যা নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। ম্যাচে দুদলই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে প্রথম বলেই ৩ রান নিয়ে জিতে যায় ভারত। ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে কুশল মেন্ডিসকে আউট করার পরই বাঁ পায়ে টান অনুভব করেন হার্দিক। এরপর...