আগামীকাল মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। ইতোমধ্যে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গোৎসবের আমেজ। দুর্গাপূজা উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে নগরীর ছোট বড় প্রতিটি পূজামণ্ডপ। ঝলমলে কাপড়ের আবরণে ফুটে উঠেছে এক অনন্য সৌন্দর্য। তার ওপর রঙ-বেরঙয়ের বৈদ্যুতিক লাইটের সমারোহ। সরেজমিনে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী পূজামণ্ডপসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা গেছে, পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি শেষ। মণ্ডপে মণ্ডপে গতকাল রাতেই দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিকসহ সব প্রতিমা চলে এসেছে। আগামীকাল মহাষষ্ঠীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারাদেশে ৩৩,৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সেই সংখ্যা ছিল ৩১,৪৬১। অন্যদিকে ঢাকা মহানগরে এবার ২৫৯টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গত বছর ঢাকা...