জাতিসংঘে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের পক্ষে ও বিপক্ষে নিউ ইয়র্কে পাল্টাপাল্টি সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগের দুজন হামলার শিকার হন। ঘটনার পর পুলিশ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে। নিউ ইয়র্ক পুলিশ সমাবেশের জন্য ব্যারিকেড দিয়ে পৃথক স্থান নির্ধারণ করলেও পাল্টাপাল্টি স্লোগান ও উসকানিমূলক বক্তব্যে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সমাবেশ শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া। এ ঘটনায় বিএনপির রিয়াজ রহমানকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, রিয়াজ রহমান প্রথমে হৃদয়ের ওপর চড়াও হন। পরে পুলিশ দুজনকেই আটক করলেও তদন্তে বিষয়টি পরিষ্কার হলে হৃদয়কে ছেড়ে হাসপাতালে পাঠানো হয়। এর আগে, সমাবেশ চলাকালে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিআই রাসেল ভুলবশত বিএনপি...