নিউইয়র্কের রাত তখন গভীর। তবে একদল মানুষ তখনো জেগে ছিল প্রতিবাদের ভাষা নিয়ে। শুক্রবার ভোররাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে হোটেলে অবস্থান করছিলেন, সেই হোটেলের সামনেই তারা জড়ো হয়েছিলেন। কিছুক্ষণ পরই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন—তার আগেই যেন একটা দৃশ্য তৈরি হয়। ম্যানহাটনের ইস্ট সাইডে লেনক্স হিল এলাকার হোটেলটির সামনে প্রায় দুই ডজনের মতো মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, আর প্ল্যাকার্ডে লেখা ছিল—‘genocide’ এবং আরও নানা প্রতিবাদী কথা। কেউ কেউ ড্রাম বাজিয়ে স্লোগান তুলেছেন, কেউ চিৎকার করে বলছিলেন, ‘baby killer’, ‘free Palestine’, ‘fuck Israel’। পুলিশ শুরুতে তাদের সরে যেতে বললেও, পরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে পুরো ঘটনাটি ছিল শান্তিপূর্ণ এবং সংঘর্ষ ছাড়াই শেষ হয়। এই বিক্ষোভ এমন সময় হলো, যখন নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণে গাজার সাম্প্রতিক...