বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে এ আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী টোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত হলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হবে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামের অঞ্চল বরাদ্দ করেছে। আরো পড়ুন :ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সব পথই দুই দেশের অনুসন্ধান করা উচিত। তিনি উল্লেখ করেন,...