সুনেরাহ বিনতে কামালকে সাধারণত গ্ল্যামারাস গাউন কিংবা একেবারে সাদামাটা শাড়িতেই বেশি দেখা যায়। তবে সম্প্রতি ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের আয়োজনে তাকে দেখা গেল একেবারে ভিন্ন এক সাজে। লম্বা গড়নের এই অভিনেত্রী হাজির হয়েছিলেন ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি শিয়ার ফেব্রিকের এমব্রয়ডারিকরা সাদা শাড়ি ও ন্যুড ব্লাউজে-যা তাকে দিয়েছে একেবারে রাজকুমারীর আভা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সূক্ষ্ম থ্রেড ও স্টোনের কাজ করা শাড়িটি যখন শরীরে নিখুঁতভাবে ড্রেপড, তখন ব্লাউজের সিলভার হ্যান্ডওয়ার্ক আর ন্যুড টোন একে দিয়েছে বাড়তি পরিশীলন। ডিপ ভি-নেক আর ব্যাকলেস কাটের সঙ্গে ঝুলন্ত ট্যাসেল নিঃসন্দেহে লুকটির হাইলাইট। পায়ে ছিল মানানসই সাদা স্যান্ডেল, আর হাতে ধরা ব্যাগ পুরো সাজে যোগ করেছে সম্পূর্ণতা। মেকওভারের ক্ষেত্রে সুনেরাহর এই লুক ছিল সফট গ্ল্যামের নিখুঁত উদাহরণ, ‘সিগনেচার লুক বাই সামিয়া’র...