২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক শহরগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব শহরকে তিনি ‘অনিরাপদ’ মনে করবেন, সেখান থেকে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়া হবে। আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। এই শহরগুলো হলো — আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল। ফিফার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র নিরাপদ রাখতে হবে। যদি কোনো শহরকে আমরা সামান্যতমও ঝুঁকিপূর্ণ মনে করি, তাহলে আমরা ম্যাচগুলো সরিয়ে অন্য শহরে নিয়ে যাব।’ ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন...