মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স শেষ করে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চারদিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারিত্ব, সহযোগিতা ও অভিন্ন কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশগ্রহণকালে বারবার মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিশেষভাবে জোর দিয়েছেন, প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা এবং অংশীদারিত্বকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করলে সকলের স্বার্থে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান শ্রী দাতো শ্রী মুহাম্মদ হাফিজুদ্দিন জান্টান-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও...