ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪২ জন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবারের হামলায় হতাহতের ঘটনার পর প্রায় দুবছর ধরে চালানো ইসরাইলি অভিযানে মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ চাপা পড়েছে এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না।’ এছাড়া গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭...