ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগে। তবে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা এখনো নেটিজেনদের মাঝে চলতেই থাকে। সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল— অভিনেত্রী কি আবার নতুন করে সংসার পাতবেন? যদিও এমন প্রশ্নের সম্মুখীন তাকে মাঝেমাঝেই হতে হয়। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অপু বিশ্বাস। জানা গেছে, কোনো এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন আলোচিত অভিনেত্রী অপু। তার এই নতুন প্রেমের খবর নিয়ে চারদিকে ফিসফাস শুরু হতেই ছড়িয়ে পড়েছে সেই পুরোনো ভিডিও। সেই ভিডিওতে অপুকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি আর বিয়ে করতে চান? উত্তরে অপু বলেছিলেন, বিয়ে জানি না, এখনই বলতে পারব না। তবে আগামী দিনে যে আর বিয়ে হবে না এটা বলা যাচ্ছে...