সিন্ডিকেট করে ভোজ্যতেলের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে ভোজ্যতেলের দাম। খুচরা পর্যায়ে লিটারপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে দাম। পাইকারিতে প্রতি ড্রামে (২০৪ লিটার) বেড়েছে আড়াই হাজার টাকারও বেশি। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টনে (২০ লিটার) ৬০ থেকে ৭০ টাকার মতো দাম বেড়েছে। চট্টগ্রামের উপজেলাগুলোতে আরও বেশি দাম বেড়েছে। আমদারিকারক ও পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। অথচ সরকারের পক্ষ থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি। প্রশাসনের বেঁধে দেওয়া দামে কোথাও মিলছে না ভোজ্যতেল। নির্বারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। বাজারে দফায় দফায় অভিযান পরিচালনা করে সংকটের সমাধান করতে পারছে না প্রশাসন। এদিকে সবজির দাম কিছুটা স্থিতিশীল হলেও বেড়েছে ভোগ্যপণ্য ও...