বহু প্রত্যাশিত ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.বিডি) ডোমেইন দ্রুত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে দেশীয় ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে প্রথমবার চালু করা হচ্ছে ডোমেইন রিসেলার সুবিধা। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফয়েজ তৈয়্যব নিশ্চিত করেছেন যে ডোমেইন রেজিস্ট্রির অধিকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অধীনেই থাকবে। তবে এবার বেসরকারি উদ্যোক্তাদের জন্য রিসেলার সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধার জন্য বর্তমানে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) তৈরির কাজ চলছে। ডোমেইন ব্যবহারের হতাশাজনক চিত্র তুলে ধরে তিনি বলেন, এতদিনে দেশে লক্ষ লক্ষ ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা...