অভিনেত্রী আমিষা প্যাটেল ৫০ বছরে পা দিয়েও অবিবাহিত রয়েছেন। এক সময় নাকি অনেক ছেলেরা তার পিছু নিত। জীবনে অসংখ্য প্রেম প্রস্তাব পেয়েছেন। কিন্তু কারো সঙ্গে থিতু হতে চাননি কখনো। যদিও আমিষার বিয়ের প্রতি আস্থা রয়েছে। তবু একটা গোপন ইচ্ছে রয়েছে তার। এক রাতের জন্য বিখ্যাত এক তারকার শয্যাসঙ্গিনী হতে চান এ অভিনেত্রী। স্কুলে পড়ার সময় অনেকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতেন আমিষা। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। অমিষা বলেছেন, ‘যারা ভালোবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে।’ তাই নাকি বিয়ে করা হয়নি। অভিনেত্রী জানান, কাজের জন্য অনেক কিছু হারিয়েছেন তিনি। আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছেন। তবে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে একটা রাত কাটাতে চান তিনি। ছোটবেলা থেকেই টমের অনুরাগী আমিষা। ছোটবেলায় পেন্সিল...