অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্তঃসড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের বলপিয়া আদাম এলাকাসহ বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের মাধ্যমে অবরোধ সৃষ্টি করেছে। সড়ক অবরোধের ফলে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো বিভিন্ন স্থানে আটকা পড়েছে। বিশেষ করে সাজেকে ঘুরতে আসা পর্যটকরা চরম বিপাকে পড়েছেন। অনেক পর্যটককে প্রায় ৩-৪ কিলোমিটার পায়ে হেঁটে শহরে ঢুকতে দেখা গেছে। তবে, শহর এলাকায় হালকা কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। আজ স্কুল, কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কম। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ চলাকালীন এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং জনজীবন স্বাভাবিক আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক...