এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কার নিয়মরক্ষার ম্যাচে দেখা গেল রোমাঞ্চ আর উত্তেজনার চূড়ান্ত রূপ। ভারতের দেওয়া বড় লক্ষ্যের জবাবে পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারেনি। রোমাঞ্চকর এক ম্যাচ ড্র হওয়ার পর ফলাফল গড়িয়েছে সুপার ওভারে। সেখানেও নাটকীয়তা শেষে ভারত জয় পেয়েছে প্রথম বলেই। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত। জবাবে লঙ্কানরাও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২০২ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে প্রথম বলেই ৩ রান নিয়ে জিতে নেয় ভারত। ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ দুইট টি-টোয়েন্টি ম্যাচই গড়ালো সুপার ওভারে। আগের ম্যাচটি ছিল ২০২৪ সালে পাল্লেকেলেতে। কাকতালীয়ভাবে, সেখানেও সুপার ওভারে শ্রীলঙ্কা করেছিল...