বাংলাদেশ আজ স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে এসেছে। কিন্তু এই দীর্ঘ যাত্রাপথে বারবার দেখা গেছে—প্রতিরোধ ও প্রতিশোধের রাজনীতি, রাজনৈতিক সহিংসতা, নির্বাচন কেন্দ্রিক অবিশ্বাস ও ক্ষমতার কেন্দ্রীকরণ। মুক্তিযুদ্ধের চেতনায় যে রাষ্ট্রটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক হওয়ার কথা ছিল, তা ক্রমে পরিণত হয়েছে সংঘাত ও দমননীতির শিকার এক রাষ্ট্রে। ক্ষমতা দখল, দলীয়করণ, বিচারহীনতা, দুর্নীতি ও আস্থাহীনতা এই রাষ্ট্রব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এই সংকট কেবল রাজনৈতিক নয়; অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈচিত্র্যের অস্বীকৃতি ও মানবসম্পদ উন্নয়নের ঘাটতি একে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশে আজ ধনী-গরিবের বৈষম্য ক্রমশ বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের গিনি সূচক ০.৩২–০.৩৪, যা আঞ্চলিক প্রেক্ষাপটে উদ্বেগজনক। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ মাত্র ৩৮%, যা ভিয়েতনামের ৪৮% বা চীনের ৪৬% থেকে অনেক কম। অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপট এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন মানেই...