২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম গাজা যুদ্ধ চলমান অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এখনই যুদ্ধ শেষ হতে পারে। একইসঙ্গে হামাসকে জিম্মিদের মুক্তি ও অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। তিনি বলেন, হামাস যদি ইসরাইলের শর্ত মেনে চলে, তবে যুদ্ধ বন্ধ হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—গাজাকে নিরস্ত্রীকরণ, ইসরাইলের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা এবং গাজার জনগণ ও অন্যান্য পক্ষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ সিভিল কর্তৃপক্ষ গঠন, যারা ইসরাইলের সঙ্গে শান্তি বজায় রাখবে। ভাষণে নেতানিয়াহু সরাসরি হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের উদ্দেশে কথা বলেন। তিনি বলেন, ‘অস্ত্র ত্যাগ করুন এবং আমাদের মানুষদের মুক্ত করে...