অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করতে হবে।” তিনি উল্লেখ করেন, চার দশক আগে প্রতিষ্ঠিত সার্ক প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছিল। রাজনৈতিক অচলাবস্থার কারণে অগ্রগতি ব্যাহত হলেও সংস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও কার্যকর রয়েছে এবং এটি কোটি কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করার সক্ষমতা রাখে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা ও জনকল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারাবদ্ধ। আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য জোরদারে দেশটি ইতোমধ্যে বিমসটেক, বিবিআইএন, এশিয়ান হাইওয়ে ও সার্কের মতো উদ্যোগে কাজ করছে। একই সঙ্গে আসিয়ানের মতো...