বিশ্ববাজার নিম্নমুখী থাকায় গত বছর রেকর্ড পৌনে ৭৩ লাখ টন গম আমদানি করেন দেশের আমদানিকারকরা। এবছরও সে ধারা অব্যাহত। কিন্তু উল্টো চিত্র বাজারে। গত এক সপ্তাহে বাজারে গম থেকে প্রস্তুত করা আটার দাম বেড়েছে হু হু করে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আটার দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। কোম্পানিগুলো তাদের প্যাকেটজাত আটার কেজি বিক্রি করছে কমবেশি ৬০ টাকা, যা আগে ৫০-৫২ টাকা ছিল। খোলা আটার দামও ৫ টাকা বেড়ে মানভেদে ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় দুই কেজি ওজনের আটার প্যাকেট। আগে কোম্পানিগুলোর প্যাকেটের গায়ের দাম ছিল ১১০ টাকা, যা এখন ১৩০ টাকা হয়েছে। এদিকে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটার দাম বাড়ায় ভোক্তাদের, বিশেষ করে সীমিত আয়ের ক্রেতাদের ওপর চাপ বাড়ছে। কারণ, চালের...