আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও ইসরায়েল রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখেছে। একদিনেই আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার ২৭ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও গাজায় তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে। তবে তার ভাষণের আগেই জাতিসংঘে অধিকাংশ রাষ্ট্র প্রধান নেতানিয়াহুর ভাষণ বয়কট করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির বিষয়ে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে, গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা বলছেন, অবরোধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে...