স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, জুলাই থেকে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকে। সেপ্টেম্বরে প্রকোপ থাকে সবচেয়ে বেশি। রোগটি মোকাবিলায় আমাদের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই। ডেঙ্গুতে নতুন কোনো চিকিৎসা পদ্ধতি নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। শনাক্তকরণ কিট, ওষুধ কিংবা স্যালাইনের কোনো সংকট নেই।তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য টিম গঠন করা হয়েছে। সিটি করপোরেশন ও পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জনের এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের...