বয়সভিত্তিক সাফের দশম আসরে দাপটের সাথেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে নাজমুল হুদা ফয়সালরা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে সমান ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। শেষ চারে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পা রাখে লাল-সবুজেরা। উপমহাদেশীয় বয়সভিত্তিক আরেকটি টুর্নামেন্টের ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশ। এবারের আসরে অন্যতম ফেভারিট ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ দুই ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি উৎসব করেছে তারা। ২০২৩ এ...