জন্মের তিন মাস পর প্রথমবার পুত্র সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন কলকাতার আলোচিত দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। গত ১ জুন ছেলের বাবা-মা হন তারা। এতদিন এই দম্পতি তাদের সন্তানকে আড়ালে রেখেছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম তারা ছেলের ছবি প্রকাশ করেছেন। ছোট ছোট হাত, গোল গোল চোখ- ছেলে ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বাক্সে ভালোবাসার বন্যা দেখা যাচ্ছে। ছেলের মাথাটা বড়, তারকা-পত্নী পিয়া নিজেই জানিয়েছেন এ কথা। ছবি প্রকাশের পরপরই তাদের ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইয়ে দেয়। তাদের একমাত্র ছেলের বয়স তিন মাস। এ তারকাদম্পতির দুজনেই গান ভীষণ পছন্দ করেন। তাই ছেলের নামও রেখেছেন সুরের...